Skip to content
Alishan Furniture
Alishan Furniture

Alishan Furniture

Online Minimal and Modern Furniture Stores in BD

  • Catalog
    • Console Table
    • Table
    • Tea Table
    • Computer Table
    • Kitchen Tools Organiser
    • Cabinets
    • Chair
    • Desk
    • Lamp
    • Mirror
    • Pot Stand
    • Shelf
    • Shoe Rack
    • Side Table
    • Wall Frame
  • Collections
    • Home Decorative
    • Living Room
    • Home Decor
    • Balcony
    • Bed Room
    • Doors & Drawers
    • Kids Furniture
    • Kitchen Room
    • Mudroom
    • Work From Home
BlogBy Wood HolicSeptember 10, 2021

আপনার বাসার আসবাবপত্র আপনার ব্যক্তিত্বের যে বিষয়গুলোকে প্রকাশ করে

‘আগে দর্শনধারী তারপর গুণবিচারী’ এই প্রবাদটি ব্যক্তির বাহ্যিক সৌন্দর্যের সাথে যেমন মানানসই তেমনই গৃহের বাহ্যিক সৌন্দর্য তথা সাজসজ্জার সাথেও মানানসই। আপনার বাড়ির অভ্যন্তরীণ সাজের উপর আপনার ব্যক্তিত্ববোধ নির্ভর করে। আপনার বাড়ি ও ঘর দেখলে মানুষ আপনার রুচিশীলতার পরিচয় পাবে।

বলা যায় ঘরের ভেতরের সাজ, পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে এই বাড়িতে কেমন মানসিকতার মানুষ বসবাস করে তা আঁচ করা যায়। তাই ঘরের সৌন্দর্যে চাই নান্দনিকতা। তাছাড়া ঘরকে পরিপাটি ও সুন্দর রাখা উত্তম। জেনে নিন গৃহের ভেতরের কোন সাজসজ্জা গুলো আপনার ব্যক্তিত্বের কোন দিক গুলোকে প্রকাশ করে তা সম্পর্কে।

Hand Painted Bird House | Home Decor | Diy crafts for home decor, Paper  crafts diy, Flower diy crafts

নিজের তৈরি হস্তশিল্প আপনার আত্মবিশ্বাসকে প্রকাশ করে

আপনার ঘরের ভেতর যদি নান্দনিক সুচীকর্ম কিংবা হস্তশিল্প থাকে তাহলে অতিথি ঘরে ঢুকলেই তা দেখতে পাবে। নান্দনিক শিল্পগুলো দেখে তারা মুগ্ধ হবে এবং আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। ঘরের ভেতরের বিভিন্ন স্থান যেমন শোবার ঘর, বসার ঘরের দেয়াল শোকেসে কিংবা শোকেসে যদি আপনার নিজ হাতের তৈরি হস্তশিল্প দেখতে পায় তাহলে তারা আপনার নিপুণ দক্ষতা সম্পর্কে জানবে এবং আপনার আত্মবিশ্বাস সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে।

তবে অনেকের বাসায় বাইরে থেকে কিনে আনা নানা ধরনের শো পিস, কারুশিল্পের নানা উপাদান ও শিল্পকর্ম থাকে। এগুলোও সুন্দর মনের পরিচয় তুলে ধরে। মোটকথা আপনার ভেতরের আমিত্ব কতটা নান্দনিক ও সুন্দর তার পরিচয় ওঠে আসে আপনার ঘরের সাজসজ্জায়।

white wall with photos of the family in various photo frames

দেয়ালে অনেক পারিবারিক ছবি পরিবারের প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করে

অনেকে পারিবারিক ছবি দেখতে ভালোবাসেন। কেউবা আবার যত্ন করে ফ্রেমে বাঁধিয়ে দেয়ালে ঝুলিয়ে রাখেন নিজেদের আনন্দঘন মূহুর্তের ছবি। গবেষকরা মনে করেন দেয়ালে যারা ছবি ঝুলিয়ে রাখেন তাদের মায়া, মমতা ও পরিবারের প্রতি টান অন্যদের চেয়ে বেশি। তারা তাদের পরিবারের সদস্যদের ভালোবাসেন।

তারা খুব সযত্নে নিজের আত্মীয় ও কাছের মানুষকে রাখতে চান। কাছের মানুষের সাথে কাটানো আনন্দের সময়গুলো স্মৃতি হিসেবে বহু দিন রাখতে চান। তাই তারা ছবি তুলতে ভালোবাসেন এবং তা দেয়ালে ঝুলিয়ে রাখেন। আপনি যদি পরিবারকে ভালোবাসেন এবং শোবার ঘরের এক পাশের দেয়ালকে অনন্য মর্যাদা দিতে চান তাহলে প্রিয়জনের সাথে আপনার সুন্দর মূহুর্তের ছবিগুলো টাঙাতে পারেন। আপনার যখন মন খারাপ থাকবে তখন এই ছবিগুলো দেখলে মন ভালো হয়ে যেতে পারে।

71 Easy Ways to Prevent Type 2 Diabetesছোট ছোট অভ্যাস আপনার অন্তর্মুখীতাকে প্রকাশ করবে

আপনি যদি অন্তর্মুখী স্বভাবের হন তাহলে আপনার কিছু কিছু অভ্যাস দেখলে মানুষ বুঝে যাবে। ঘরের চালচিত্র দেখলে অতিথিরা আঁচ করতে পারবে। ছোট টেবিল, অগোছালো বিছানা ইত্যাদি দেখলেও অনেক কিছু বোঝা যায়।

আপনার বাসায় বুকশেলফ ও বই দেখলে অতিথিরা বুঝবে আপনার জ্ঞানের পিপাসা রয়েছে এবং আপনি অনেকটা অন্তর্মুখী স্বভাবের। অন্তর্মুখীরা সর্বদা নিজের জগত নিয়ে থাকতে ভালোবাসে। তারা অনেক সৃজনশীল হয়। তবে তারা মানুষের সাথে কম মিশতে পারে। তাছাড়া আপনার বাসার কোথাও যদি আরামদায়ক কোণ থাকে তাহলে আপনি যে আরামপ্রিয় ও অন্তর্মুখী সে ভাব প্রকাশ করবে।

Knot pillow on turquoise sofa in living room interior with gray lamp, ladder and wooden tableউন্নতমানের সোফা আপনার বিনিয়োগ সক্ষমতা
প্রকাশ করবে

একটি বাড়িতে প্রবেশ করলে তার হালচাল দেখে অনেক কিছু আঁচ করা যায়। আপনার বাসার আসবাব দেখে মানুষ বুঝতে পারবে আপনার আর্থিক সক্ষমতা সম্পর্কে। আপনার বাসার সোফা যদি উন্নতমানের হয় তাহলে আপনার বিনিয়োগ করা সক্ষমতা প্রকাশ পাবে।

আপনি যদি সুন্দর ও নান্দনিক নকশার আসবাব ব্যবহার করেন তাহলে অন্যের কাছে তো ভালো লাগবেই। তাছাড়া সোফার সাথে যদি নান্দনিক নকশার কুশন থাকে তাহলে উত্তম রুচির প্রকাশ ঘটবে।

Three glass vases with metallic frames. The vases are hanging on chains on the gray wall background. Inside vases there are plants, ground and pebbles. Close-up photo. Horizontal.দেয়াল সাজানোর বিকল্প উপায় পরিবর্তনকে গ্রহণ
করার মানসিকতাকে প্রকাশ করবে

ঘরের দেয়াল সাজানোর উপর আপনার দক্ষতার পরিচয় ঘটে। কোনো কোনো বাড়িতে স্বাভাবিকভাবে দেয়াল সাজানো হয়। আবার কোনো কোনো বাড়িতে দেয়াল সাজানোকে গুরুত্ব দেওয়া হয় না। আপনি যদি নান্দনিকভাবে দেয়াল সাজান কিংবা অন্যদের চেয়ে ভিন্ন স্টাইলে দেয়াল সাজান তাহলে এর মধ্যে দিয়ে আপনার রুচিশীল ব্যক্তিত্ব প্রকাশ পাবে।

আপনি যে যেকোনো সময় পরিবর্তনকে গ্রহণ করার মানসিকতা রাখেন তা সম্পর্কে ধারণা লাভ করবে অন্যেরা। প্রয়োজনে সবকিছুরই পরিবর্তন করা আবশ্যক। রোজ রোজ একই স্টাইল অনুসরণ না করে মাঝে মাঝে স্টাইলে ভিন্নতা আনলে দোষের কিছু নয়। বরং ঘরের ভেতর মাঝে মাঝে পরিবর্তন আনলে ঘরে বৈচিত্র্যতা আসে এবং বসবাসকারীর একঘেয়েমী স্বভাব কাটে।

Back view of casual woman sitting on sofa and watching TV in homeআপনার বসার ঘরের আসবাব বলে দেবে আপনি কতটা বন্ধু সুলভ

বসার ঘর যেকোনো বাড়ির জন্য বেশ উল্লেখযোগ্য স্থান। বসার ঘরকে অঞ্চলভেদে ভাগ করলে আনুষ্ঠানিক স্থান হিসেবে ধরা হয়। বসার ঘরে পরিবারের সদস্য ও তাদের বন্ধুবান্ধব বসে গল্প করে, আড্ডা দেয় ও টেলিভিশন দেখে। বসার ঘরের সাজসজ্জা ও টেবিল চেয়ারের হাবভাব দেখলে বোঝা যায় একটি বাসার মানুষ কতটা বন্ধুসুলভ ও মিশুক।

আপনার বাসার বসার ঘরের চেয়ার যদি এলোমেলো ও ত্রুটিপূর্ণ থাকে তাহলে তা শোভনীয় দেখাবে না। আপনার বসার ঘরের সোফার সামনে যদি টেলিভিশন থাকে তাহলে বোঝা যাবে আপনি বন্ধুসুলভ। আপনার বাসায় যদি মুখোমুখি বসার ব্যবস্থা থাকে তাহলেও বোঝা যাবে আপনি মিশুক প্রকৃতির।

সুন্দর বাগান প্রকাশ করবে আপনি কতটা সুখী

অনেকেই বাগান করতে ভালোবাসে। বারান্দায় বা ছাদে বাগান করলে সবুজের সান্নিধ্যে থাকা যায় এবং প্রকৃতির কাছাকাছি যাওয়া যায়।

আপনার বাসার বারান্দায় যদি গোছানো ও সুন্দর বাগান থাকে তাহলে অন্যরা ভাববে আপনি সুখী। এবং আপনি সুখী বলেই বাগান করেছেন। এটি সত্য কথা।  এছাড়া আপনি কতটা প্রকৃতি প্রেমী সে সম্পর্কেও মানুষ ধারণা পাবে। মানসিক ভাবে অসুস্থ মানুষ কখনো বাগান করবে না।

In Blog

Share

Post navigation

Previous: Space saving furniture ideas
Next: 15 Things Your Home Décor Reveals About Your Personality
TheAlishan all right Reservered by @Costeater | Developed by Biztech